রোজদিন ডেস্ক :- ইসলামপুরে তৃণমুল নেতাকে গুলি করে খুন। জখম আরো এক তৃণমুল নেতা। সূত্রের খবর , একটি হোটেলে দুজন ছিলেন, ১০ জনের একটি দুষ্কৃতীর দল এসে গুলি চালায়। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
ইসলামপুর শহর লাগোয়া শ্রীকৃষ্ণপুরের একটি হোটেলে বাপি রায় এবং মহম্মদ সাজ্জাদ ওখানে বসে আলোচনা করছিলেন, ঠিক তখনই ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দল এসে গুলি করে।
বাপি রায় হলেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী,এবং মহম্মদ সাজ্জাদ হলেন স্থানীয় এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী।
বাপি রায় কে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ওখানেই মৃত বলে ঘোষণা করেন, কিন্তু বাড়ির লোকজন আরো অন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যাতে ভালো খবর পাওয়া যায়, কিন্তু সেখানেও একই বক্তব্য।
তৃণমুল দলের তরফে বলা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করা হোক। পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করে দিয়েছেন, তাঁদের যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে। ৩১ নং জাতীয় সড়কের পাশে, ভর সন্ধ্যা বেলায় এই রকম ঘটনার কারণ জানতে তৎপর প্রশাসন।
Be the first to comment