রোজদিন ডেস্ক :- তৃনমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে রায়দীঘিতে আরোও একটি সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে জনসভা করেন।
তিনি বলেন ‘বিজেপিকে সন্তুষ্ট করতে নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে’ ।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারকে পাশে নিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। তিনি বলেন, ‘‘বাপি আপনাদের ঘরেরই ছেলে। যুব নেতা।’’ একই সঙ্গে শুক্রবার মঞ্চ থেকে নতুন স্লোগানও ঠিক করে দেন মমতা। তাঁর কথায়, ‘‘এক-দুই বাদ দিন, তিনে জোড়াফুলে ভোট দিন।’’
মিথ্যে বিজ্ঞাপন দিয়ে বিজেপি প্রচার করছে বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন ‘‘কাড়ি কাড়ি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। কিন্তু ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের কাছে টাকা নেই।’’
‘গ্যারেন্টির নাম করে ফোরটোয়েন্টির কথা বলছে বিজেপি’ এমনটাই শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।
তিনি বলেন আমরা কথা দিলে কথা রাখি। সুন্দরবনের জন্যে মাস্টার প্ল্যান তৈরি আছে বলেও তিনি জানান।
Be the first to comment