বৃহস্পতিবার এক ধাক্কায় নতুন আক্রান্তের সংখ্যা ৭০ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৬০ জন রোগী।
বুলেটিন অনুযায়ী, দেশে এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জন। করোনা সক্রিয় রোগী সাত লাখের বেশি। অ্যাকটিভ কেস ২২ শতাংশ ছুঁতে চলেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ১০০০-রও বেশি করোনা রোগীর। সেই সঙ্গেই দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। কেন্দ্রের হিসেবে ৬০,৪৭২ জন।
Be the first to comment