পুজোতে জনসংযোগ সারলেন রাজ্যপাল, নাকি রাজ্যপাল হিসাবে তিলোত্তমার পুজো আস্বাদ উপভোগ করলেন। একদা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার হিসাবে কলকাতায় পুজোর সাক্ষী ছিলেন। কিন্তু রাজ্যপাল হিসাবে এই প্রথম। প্রতিপদের বিকালে আলোয় মোড়া কল্লোলিনীর পথে ঘোরার সময় রাজ্যপাল বোসের গলায় শোনা গেল, “দুর্গা আমাদের শক্তি দেবে। আমরা পুজোর অংশ।”
শুধু পুজো প্যান্ডেলই নয়, রবিবার কুমোরটুলিতে শিল্পীদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁদের কাজকর্ম নিয়ে জানতে চান। সঙ্গে শিশুদের স্নেহের পরশ। উপহারও তুলে দেন শিল্পীদের হাতে। আবার সেলফির আবদারও মেটান। তার মাঝেই রাজ্যপালের সামনে ধ্বনি ওঠে, ‘জয় দুর্গা, জয় বাংলা’। শুধু তাই নয়, মণ্ডপের প্রতিমা নিতে আসা অপেক্ষারত ক্লাব প্রতিষ্ঠানের দু’ একজনের তরফে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও শোনা গেল। কুমোরটুলির প্রতিমা তৈরির স্টুডিও ঘুরে রাজ্যপালের কনভয় সোজা পৌঁছয় দক্ষিণ কলকাতায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পুজো একডালিয়া এভারগ্রিনে থামে গাড়ি। এখনও মণ্ডপের কাজ শেষ হয়নি। প্রতিমার আবরণ উন্মোচন হয়নি। তা ঢাকা রয়েছে। তবে ঝলমলে আলোয় সেই মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন অনেকেই। আগতদের সঙ্গে যেমন কথা বলেন, তেমনই মণ্ডপ তৈরির কারিগরের সঙ্গেও কথা বলেন তিনি।
Be the first to comment