পিয়ালি :- বাজেটের পরে কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলার জন্য সুখবর। বাজেটে বাংলা কে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ শাসক দল তৃণমূলের সর্বস্তরে। কিন্তু আজকের এই ঘোষণার পর সেই বঞ্চনার অভিযোগ কিছুটা মিটবে বলে আশা করা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ ২ আগস্ট শুক্রবার খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত একটি চার লেনের জাতীয় হাই স্পিড করিডোর অনুমোদন করল। ২৩১ কিলোমিটার দীর্ঘ খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণের জন্য খরচ পড়বে ১০ হাজার ২৪৭ কোটি টাকা। রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তা বলাই বাহুল্য।এতে যাতায়াতের সময় ৯-১০ ঘণ্টা। থেকে কমে ৩-৪ ঘণ্টা হয়ে যাবে।
National Highway অন্তর্গত এই রাস্তায় পণ্য পরিবহণের সময় ও খরচা দুটোই বাঁচবে। সড়ক পরিবহন দপ্তরের মন্ত্রী নীতিন গাভকারি মন্ত্রী সভার বৈঠক শেষে বলেন এই অর্থনৈতিক করিডোর বাংলার ৬ জেলার ওপর দিয়ে যাবে। রাজ্যের সঙ্গে উত্তর পূর্ব ও দক্ষিণের কিছু রাজ্যের যোগাযোগ ও আর্থিক উন্নয়নের ক্ষেত্রে এই করিডোর সহায়ক ভুমিকা নেবে। ২০২৮ সালের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এছাড়াও মন্ত্রিসভায় সারা দেশের আরো ৮টি সড়ক পরিবহন প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে বিজপির শাসকদল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে একটি হাতিয়ার পেয়ে গেলো বলে ধারণা অনেকের।
Be the first to comment