কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে আরএসএস নেতার ছবি কেন?

Spread the love

ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর রাজ্যের শিক্ষামন্ত্রীদের একটি চিঠি দিয়েছেন। মন্ত্রীর প্যাডে। মন্ত্রীর প্যাডের উপরের দিকে মাঝখানে অশোক স্তম্ভ থাকে। ও মা! এই চিঠিতে অশোক স্তম্ভের ঠিক নীচে দীনদয়াল উপাধ্যায়ের ছবি। স্বাধীনতার পর ৭০ বছর কেটে গেছে। সরকারি চিঠিতে আজ পর্যন্ত কোনওদিন মহাত্মা গান্ধীর ছবিও ব্যবহার হয়নি। কিন্তু মোদী সরকার জন্মশতবার্ষিকীতে আরএসএস নেতা দীনদয়ালকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য এখন অশোক স্তম্ভের নীচে উপাধ্যায়জির ছবি বসাচ্ছেন। এখনই দেশ জুড়ে প্রতিবাদ না হলে ওদের সাহস আর একটু বাড়বে। এরপর অশোক স্তম্ভ তুলে দিয়েই বাঁ-দিকে গোলওয়ালকার, মাঝে হেডগেওয়ার, ডানে দীনদয়ালের ছবি বসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*