কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মাঝে অবসর নিলেন আলাপন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদ দিলেন মমতা

নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী

Spread the love

রাজ্য-কেন্দ্র টানাপোড়ের আবহেই অবসর নিলেন বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে নতুন দায়িত্ব নিতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক সম্মেলন করে নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, ‘আগামীকাল থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে কাজ করবেন’। নতুন মুখ্যসচিব করা হল হরিকৃষ্ণ দ্বিবেদীকে। স্বরাষ্ট্র সচিব হলেন বি পি গোপালিকা।

মুখ্যমন্ত্রী এ দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আলাপনের মতো যোগ্য একজন প্রশাসককে কোনও ভাবেই ছেড়ে দেওয়া যায় না। যে কারণে তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হওয়ার পাশাপাশি প্রশাসনিক প্রশিক্ষণের দায়িত্বেও থাকবেন। একই সঙ্গে মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “আমি চাইলে ওকে বলতেই পারতাম যে তুমি থেকে যাও। তাতে কেন্দ্র কিছু করতে পারত না।”

কিন্তু, আলাপন নিজেই অবসর নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন বলে এ দিন জানান মমতা। যে কারণে তাঁর ইচ্ছেকেই প্রাধান্য দিয়েই অবসর নিতে সায় দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আমি আমার প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি, উনি উনার কর্মজীবনের দুর্দান্ত কাজ করেছেন। তাঁর কথায়, “আমাদের আলপনকে খুব বাজেভাবে প্রয়োজন। উনি অবসর নিয়েছেন কিন্তু আমি ওনাকে সচিবালয় ছেড়ে দিতে যাচ্ছি না।” এর ফলে আলাপন আর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রইলেই না। এখন তিনি বর্তমানে শুধুমাত্র রাজ্য সরকারের একজন আধিকারিক হয়ে রইলেন। কার্যত এক ঢিলে দুই পাখি মারলেন মমতা। আগামী ৩ বছরের জন্য তাঁকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে বলে খবর।

এদিন অসবরের সময় আলাপনকে কার্যত প্রশংসায় ভরিয়ে দেন মমতা। তিনি বলেন, উনি অবসর নিলেও আমার মনে হয় ওনার সেই সাহস এবং সততা রয়েছে। তাঁর সেই দায়িত্ববোধ রয়েছে। তাঁর নাম ইতিহাসে লেখা থাকবে একজন আমলাকে কীভাবে রাজনীতির শিকার হতে হয়েছে। আজকের পদক্ষেপের পর কেন্দ্র যদি চাও-ও , তা সত্ত্বেও কোনও ভিত্তিতেই আলাপনের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না। রাজনৈতিক মহলের স্পষ্ট কথা, এই পদক্ষেপের মাধ্যমে মমতা একদিকে যেমন কেন্দ্রের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে পারলেন। একই সঙ্গে আলাপনকে নিজের কাছেও ধরে রাখতে পারলেন। যেভাবে আলাপন এতদিন কাজ করে এসেছিলেন, সেভাবেই মুখ্যমন্ত্রীর পাশে থেকে কাজ করতে পারবে। শুধুমাত্র তাঁর পদটাই বদলে গেল।

প্রসঙ্গত এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের চিঠি দেয় কেন্দ্র। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিছুক্ষণ আগে কেন্দ্রের থেকে একটা চিঠি এসেছে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দিতে নির্দেশ দিয়ে চিঠি এসেছে। আর কিছু লেখা নেই চিঠিতে’।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রতিশোধমূলক আচরণ। এরকম নির্দয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেখিনি। এটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের একার লড়াই নয়, সমস্ত আমলাদের লড়াই। সমস্ত বিরোধী দল, বুদ্ধিজীবীদের একজোট হয়ে লড়াইয়ের আর্জি জানাচ্ছি।রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্র এই সিদ্ধান্ত নিল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে। প্রধানমন্ত্রী কী চান? আমায় ফিনিশ করতে পারবেন না। মানুষ আমার সঙ্গে থাকবেন’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*