ফের ছবি বিভ্রাট গুগলে ৷ ট্রাম্প, ইমরান খানের পর এবার অপমানের শিকার সনিয়া গান্ধী ৷ নেটিজেনদের দাবি, গুগলে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ লিখলেই ভেসে উঠছে সনিয়া গান্ধীর উইকিপিডিয়া পেজ৷ ‘ইতালিয়ান বার গার্ল’ লিখলেও এমন কাণ্ড ঘটছে। আর তাই দেখেই বিস্মিত সকলে।
সূত্রের খবর, ১৯৬০ সালের মাঝামাঝি সময়ে কেমব্রিজের এক রেস্তরাঁ কাম বারে সনিয়া গান্ধী ওয়েট্রেস হিসেবে কাজ করতেন বলে জানা যায়৷ সেখানেই তাঁর রাজীব গান্ধীর সঙ্গে দেখা হয়েছিল৷ এর পরের ইতিহাস সকলেরই জানা৷ ইন্টারনেটে এমন তথ্য অনেকেই পেয়ে থাকেন বিভিন্ন পেজে৷
গুগলে ‘ইডিয়ট’ লিখলেই ডোনাল্ড ট্রাম্পের ছবি আসত। দিন কয়েক আগেই এই প্রশ্নের মুখে পড়তে হয় গুগল সিইও সুন্দর পিচাইকে। সেই একই রকম প্রশ্ন তুলেছে পাকিস্তানও। গুগলে উর্দুতে ‘ভিখারি’ লিখলেই কেন ভেসে উঠছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।
সুন্দর পিচাই ট্রাম্পের প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যাও দিয়েছিলেন আমেরিকার একটি সম্মেলনে।
তাতে বোঝা গিয়েছিল, এই সার্চ রেজ়াল্টে গুগলের কোনও হাত নেই। সবই অঙ্কের হিসেব। তাই মনে করা হচ্ছে, গুগলের সার্চে অ্যালগরিদমে হয়তো ইটালিয়ান, বার, গার্ল, ইন্ডিয়া এই শব্দগুলোর ব্যবহার থেকেই এমন অদ্ভুত ফলাফল আসছে সনিয়া গান্ধী সম্পর্কে৷
Be the first to comment