অমৃতা ঘোষ :- গত ২ মাস ধরেই পরপর দুর্ঘটনা ঘটছে ভারতীয় রেলে। আর তার জেরে গিয়েছে বহু যাত্রীর প্রাণ। এমন ঘটনায় আতঙ্কিত এখন মানুষ। তবু প্রয়োজনের খাতিরে যাত্রা তো করতেই হবে।
শ্রাবণ মাস পড়তেই সারা বাংলা শুধু নয় গোটা দেশের বিভিন্ন জায়গায় বাণভাসী অচলাবস্থা। দিকে দিকে শুধু রাস্তা ডুবে গিয়েছে জলের তলায়। আর এই পরিস্থিতিতেই আবার বিপদের মুখে রেল।
হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের রেললাইনে মধ্যে নামলো ধস ! রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে এই ধস নেমেছে।
গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ছোবলে বিপর্যস্ত গোটা বাংলা। আর এই প্রবল বৃষ্টির জেরেই রেললাইনের ওপর নামল ধস । এমনটাই অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের।
ধসের জেরে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল । পরে ধীরগতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত আপ লাইনে ধীর গতিতে পাস করানো হচ্ছে সমস্ত ট্রেন ।
Be the first to comment