ডিজি-সহ একাধিক পুলিস কর্তার বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

Spread the love

আদালত অবমাননার মামলায় রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিস সুপার ও অতিরিক্ত পুলিস সুপারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে ২৮ জুলাই হাজির হয়ে ওই আধিকারিকদের শো কজের জবাব দিতে হবে, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল আদালত।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাই গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গত ৮ জানুয়ারি ঝাড়গ্রামের ওই গ্রামে যাচ্ছিলেন। কিন্তু তার ২০ কিলোমিটার আগেই তাঁকে আটকে দেওয়া হয়। সেখানকার অতিরিক্ত পুলিস সুপার, এসপি ও ডিজির নির্দেশে রাস্তা থেকেই ফিরে যেতে বাধ্য হন শুভেন্দু।

অথচ গত বছর এই ইস্যুতে একটি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি ভট্টাচার্যের এজলাসে হাজির হয়ে আশ্বস্ত করেন, বিরোধী দলনেতা রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। তার জন্য রাজ্য সরকার বিরোধী দলনেতাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। কিন্তু বাস্তবে নেতাই গ্রামে তার উল্টো ঘটনা ঘটায় ওই আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। বৃহস্পতিবার তার জেরে আদালত রুল ইস্যু করে।

বিরোধী নেতার অভিযোগ, রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে রাজ্যে স্বাধীনভাবে চলাফেরায় বাধার সৃষ্টি করে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিস এমন আচরণ করে বলে শুভেন্দুর দাবি। এর আগেও একাধিকবার তাঁকে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় যেতে বাধা দিয়েছে পুলিস। এমনকি কলকাতাতেও একই ঘটনা ঘটেছে অনেকবার। শুভেন্দু তা নিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*