অমৃতা ঘোষ :- রাজ্য INTTUC র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে SBSTC Employees Association এর উদ্যোগে এক মহতি রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।
আসানসোলের বার্ণপুরের চিত্রা এলাকায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো।
এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্তল, রাজ্য আইএনটিটিইউসির এক্সিকিউটিভ মেম্বার ও এসবিএসটিসি এমপ্লয়িজ এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি সুশান্ত রায়, ভুবনেশ্বর মুখোপাধ্যায় সহ এসবিএসটিসির অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান ও রাজ্য INTTUC র পক্ষে সুব্রত রায়, মৌসম মুখার্জী,প্রতাপ বোস সহ আরও বিশিষ্ট নেতৃবৃন্দ।
প্রদীপ জ্বালিয়ে মন্ত্রী মলয় ঘটক সহ অতিথিরা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। পরে তারা স্বেচ্ছায় রক্তদাতাদের শংসাপত্র দেন।
আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক বলেন, এদিন যারা স্বেচ্ছায় রক্ত দান করেছেন তারা তাদের কাজের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করেছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসবিএসটিসি পরবর্তী সময়ে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করবে মেদিনীপুরে।
এদিনের রক্তদান শিবিরে মোট ৭৮ ইউনিট রক্ত সংগৃহীত হয়।
Be the first to comment