অমৃতা ঘোষ :- বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ দখলে করে আজ আন্দোলনকারী ছাত্র-জনতা।
সোমবার সকাল থেকেই সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ সফল করতে রাস্তায় নামেন কয়েক লক্ষ আন্দোলনকারী ও সমর্থক। গণপ্রবাহের মুখে দুপুর দু’টো নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। ভিতরে চলতে থাকে অবাধ লুটপাট ও ভাঙচুর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফার দাবিতে উত্তাল এখন দেশ। ঢাকা সহ বিভিন্ন শহরে ও জেলায় ক্ষমতাসীন আওয়ামি লিগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে বিক্ষোভকারীরা। এরই মাঝে এবার বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার ঘটনা ঘটল। গতকাল, ৪ অগস্ট এই মূর্তি ভাঙার ঘটনাটি ঘটে বলে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বঙ্গবন্ধুর মূর্তির মাথায় চেপে বসেছে একজন। সে হাতুড়ি দিয়ে মুজিবের মুখে এবং হাতে আঘাত করছে। এদিকে রাস্তার মাঝে একটি সৌধে লেখা ‘খুনি হাসিনা’। অবশ্য এর আগে ২০২০ সালেও বালাদেশে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছিল কুষ্টিয়ায়।
Be the first to comment