অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ভারতের মাটিতে পা রাখলেন ভারত মাতার বীর সন্তান মিগের বীর পাইলট কমান্ডর অভিনন্দন বর্তমান।ভারতীয় সময় রাত ৯: ২১ নাগাদ দীর্ঘ ৪৯ ঘন্টার পর মাতৃভূমিতে পা দিলেন অভিনন্দন। দেশজুড়ে
তৈরী হয়েছে উৎসবের পরিবেশ৷ বাজি, ফুল, মিষ্টি, আলোর ছালনায় গোটা দেশবাসী স্বাগত জানাতে ব্যস্ত বীর সন্তান অভিনন্দন বর্তমানকে।
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হানার ১২ দিন পর। ভারতীয় বায়ুসেনার পাকিস্তানি আক্রমণ ও জঙ্গী নিধনের পরই গত ২৭ শে ফ্রেবুয়ারি ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের সীমানা অতিক্রম করে ঢুকে পরে ঐ দেশের সীমান্তে। সেই বিমানেরই উইং কমান্ডর ছিলেন পাইলট অভিনন্দন বর্তমান।
পাক ভূখণ্ডে আটক হলেন অভিনন্দন। এদিকে দেশের পাইলট নিখোঁজকে নিয়ে শুরু হয় তোলপাড়। দেশের সেনা কে ফিরিয়ে আনতে তৎপর হয় ভারত। চাপ পড়তে থাকে পাকিস্তানের উপর। অবশেষে চাপের মুখ পড়ে নতি স্বীকার পাকিস্তানের। জেনেভা চুক্তির স্বর্ত অনুযায়ী অভিনন্দনকে ফেরাতে রাজী হয় পাকিস্তান।
ওয়াঘা সীমান্তের ধারে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে এমনটাই জানানো হয় পাকিস্তান থেকে৷ ওয়াঘা সীমান্তে তাঁকে স্বাগত জানাতে হাজির হন তাঁর পরিবার সহ সেনা, বায়ুসেনা, সেনা আধিকারিক সহ অসংখ্য দেশবাসী।
অবশেষে অপেক্ষার অবসান হলো সময় রাত ৯:২১ পাকিস্তানি সীমান্ত পেরিয়ে দেশের মাটিতে পা রাখের ভারতীয় বীর অভিনন্দন বর্তমান। দেশে ফেরার সাথে সাথেই তাঁকে স্বাগত জানিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয় টুইট ঝড়৷ তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা শাহরুখ খান, ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ, সহ একাধিক নেতা, অভিনেতা, খেলোয়াড় সহ কোটি কোটি দেশবাসী।
Be the first to comment