ছবি- (এএনআই)
অর্জুন সিংকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মোহনপুরের চককাঠালিয়া আমবাগান এলাকার ঘটনা। অর্জুন সিংয়ের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে, তবুও তারা কোনও ব্যবস্থাই নেয়নি। টিটাগড় থানার আইসি-র সামনেই এই হামলা হয়। তিনিও কোনও ব্যবস্থা নেননি। উল্লেখ্য, সোমবার মোহনপুরের আমবাগান এলাকায় বিভিন্ন বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
পাশাপাশি অনেক বুথ থেকে বিজেপি এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিলো বলেও অভিযোগ ওঠে। খবর পেয়ে অর্জুন সিং এলাকায় যান। আর তখনই একদল তৃণমূল কর্মী সমর্থক তাঁকে ঘিরে ফেলে। অভিযোগ, তৃণমূলের লোকজন অর্জুন সিংয়ের উপর বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয়। এই ঘটনায় তাঁর মুখে চোট লাগে। নিরাপত্তারক্ষীরা অর্জুন সিংকে কোনওরকমে সেখান থেকে অন্যত্র নিয়ে যায়।
পরে ঘটনাস্থলে রাজ্য পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় সমস্ত দোকানপাঠ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। অর্জুন সিং বলেন, রাজ্য পুলিশের সামনে বিজেপির এজেন্টকে মারধর করা হয়েছে। আমার উপর হামলা হয়েছে ।
দেখুন ছবি-
Be the first to comment