হিংসার ব্য়াপারে পশ্চিমবঙ্গের দিকে অন্য়ায়ভাবে আঙুল তোলা হচ্ছে। অন্য়দিকে উত্তরপ্রদেশের মত রাজ্য়গুলিতে হিংসার ঘটনা নজর এড়িয়ে যাচ্ছে। মঙ্গলবার সংসদে ভাষণ দেওয়ার সময়ে একথা বলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এদিন লোকসভায় ভাষণ দেওয়ার সময়ে কৃষ্ণনগরের সাংসদ বলেন, সংসদ এখন পশ্চিমবঙ্গ ইস্য়ু তোলার একটা জায়গা হয়ে গিয়েছে এবং বিভিন্ন বিষয়ে সাধারণীকরণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই মহুয়া মৈত্র সংসদে তাঁর প্রথম ভাষণে ঝড় তলেছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন দেশ ক্রমশ ফ্য়াসিবাদের দিকে এগিয়ে চলেছে। দেশ যে ক্রমশ এক বিপজ্জনক পথে চলেছে, সে কথা বলতে গিয়ে মহুয়া সাতটি চিহ্নের উল্লেখ করেছিলেন।
ইতিমধ্য়ে সমাজবাদী পার্টির সদস্য় শফিকুর রহমান বর্ক গণপিটুনির বিষয়টি এদিন লোকসভায় উত্থাপন করেন। তিনি বলেন এদেশে মুসলমানরা ব্য়াপক সমস্য়ার মুখোমুখি হচ্ছেন। ঝাড়খণ্ডের মত রাজ্য়ে গণপিটুনির ঘটনা ঘটছে।
Be the first to comment