পুরীর বলরাম বিগ্রহ নামানোর সময় পরে জখম ৭ জন সেবায়েত..

Spread the love

রোজদিন ডেস্ক :- পুরীর গুণ্ডিচা মন্দিরে রথ থেকে বলরাম বিগ্রহ নামানোর সময় মঙ্গলবার রাতে ঘটে গেলো এক বড়সড় দুর্ঘটনা। বলরামের বিগ্রহ নামানোর সময় পরে যায় সামনে উপস্থিত কিছু সেবায়েতের ওপর । প্রায় ৫৩ বছর পর দু’দিন ধরে রথযাত্রা উৎসব চলেছে পুরীতে। যাত্রাশেষে রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময়ই হলো এই বিপত্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জন সেবায়েত আহত হয়েছেন। তাঁদের পুরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে, প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি রথ থেকে নামিয়ে গুণ্ডিচা মন্দিরের আদপ মণ্ডপে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। রথযাত্রা শেষে সব রকম আচার পালন করে মূর্তিগুলিকে দুলিয়ে দুলিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন সেবায়েতরা। বলরামকে মন্দিরে ভিতরে নিয়ে যাওয়ার সময় অস্থায়ী মঞ্চের উপর থেকে মূর্তিটি নীচে পড়ে যায়। নীচে তখন অনেক সেবায়েতরা উপস্থিত ছিলেন। তাঁদের উপর মূর্তিটি পড়ে। এই ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রবিবার ৭ জুলাই রথযাত্রার দিন প্রচণ্ড ভিড়ের কারণে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে পুরীতে। রথ উপলক্ষে রবিবার পুরীতে জনসমাগম হয় লাখ লাখ মানুষের। রথের দড়ি ধরে টানার জন্য জন্য সমাগম হয় লক্ষাধিক।রথ পুরীর গ্র্যান্ড রোডের উপর দিয়ে যাওয়ার সময়ই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রথের দড়ি ধরে টানার জন্য হুড়োহুড়ি পড়ে যায় , একে ওপরের ওপরে উঠে আসেন ধাক্কা ধাক্কি তে , আর তখনই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। ভিড় থেকে বেরিয়ে আসতে চান অনেকে। তাতেই বিপদ বাড়ে। ঘটনায় বেশ কয়েক জন পুণ্যার্থী জখমও হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*