বসিরহাট কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে গড়া বিচারবিভাগীয় কমিশনের তৈরি করা প্রাথমিক রিপোর্ট নবান্নে জমা পড়বে পূজোর পরেই। সূত্রের খবর, এই বিচারবিভাগীয় কমিশন যেদিন প্রথম বৈঠকে বসেছে, সেইদিন থেকে ৬ মাসের মধ্যে বসিরহাট কাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট কমিশন জমা করবে নবান্নে। তবে এই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার আগে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল নবান্নে। সেই প্রাথমিক রিপোর্টই জমা পড়বে পূজোর পর বলেই খবর। উল্লেখ্য, বসিরহাট কাণ্ডে সঠিক তদন্ত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিচারবিভাগীয় কমিশন গঠন করে দেন। কমিশনের মাথায় রয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৌমিত্র পাল।
Be the first to comment