প্রয়াত হলেন চিত্রশিল্পী রবীন মণ্ডল

Spread the love

প্রয়াত হলেন প্রখ্যাত চিত্রশিল্পী রবীন মণ্ডল। মঙ্গলবার রাত ১১.১৫ মিনিট নাগাদ সল্টলেকের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। শিল্পী গোষ্ঠী ‘ক্যালকাটা পেন্টার্স’, প্রয়াত শিল্পীরই হাতে গড়া।

১৯২৯ সালে হাওড়ার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম শিল্পী রবীন মণ্ডলের। বাবা ছিলেন সরকারি কর্মচারী। বিদ্যাসাগর আর্ট স্কুল থেকে স্নাতক পাশ করেন তিনি। শিল্পী মনে সবচেয়ে বেশি ছাপ ফেলেছিল রবি ঠাকুর আর যামিনী রায়ের আঁকা। ১৯৬৪ সালে আট বন্ধু মিলে দিল্লির আইফ্যাক্স গ্যালারিতে ছবির প্রদর্শনী করলেন। প্রদর্শনীর সাফল্যে উৎসাহিত হয়ে তৈরি হল ‘ক্যালকাটা পেন্টার্স’। ১৯৬৪-র নভেম্বরে কলকাতার আর্টিস্ট্রি হাউসে প্রথম প্রদর্শনী হল ক্যালকাটা পেন্টার্সের। ১৯৭৯ থেকে ১৯৮২ পর্যন্ত ললিত কলা অ্যাকাডেমির সদস্য ছিলেন রবীন মণ্ডল। শিল্প জগতে তাঁর অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন অবনীন্দ্রনাথ পুরস্কারে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*