রোজদিন ডেস্ক :- ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম যোগ দিলেন তৃণমূলে। রবিবারের জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি।
এবার কুনারকে লোকসভায় টিকিট দেয়নি বিজেপি। চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করেছে তারা। অন্যদিকে, টিকিট না পেয়ে আগেই বিজেপি ছাড়ার কথা জানিয়েছিলেন কুনার। ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের হয়ে প্রচার করবেন বলেও জানিয়েছিলেন। এবার সেই কুনারই যোগ দিলেন তৃণমূলে। গত ৮ মার্চ দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দেন তিনি। তিনি জানিয়েছিলেন ব্যক্তিগত কারণে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চান।
ঝাড়গ্রামে এবারে তৃণমূল প্রার্থী করেছে সাঁওতালি সাহিত্যিক কালীপদ সরেনকে। রবিবার কালীপদবাবুর সমর্থনে নয়াগ্রামের ছাতিনাশোল ফুটবল গ্রাউন্ডে সভা করেন অভিষেক। সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সভাপতির কাছ থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন কুনার।
গত লোকসভা ভোটে ঝাড়গ্রাম থেকে ১১ হাজার ৭৬৭ ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির কুনার হেমব্রম। তৃণমূল তো বটেই, বিজেপির কাছেও ঝাড়গ্রাম আসনে জয় অপ্রত্যাশিত ছিল। তবে শুধু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নয়, উনিশের ভোটে সামগ্রিকভাবে জঙ্গলমহলে ভাল ফল করেছিল বিজেপি।
এবারে তাই গোড়া থেকেই ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহল নিয়ে বাড়তি তৎপর রয়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যে জঙ্গলমহলে সভা করে গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আগে সভা করেছেন অভিষেকও।
অন্যদিকে রবিবারই দুদিনের নির্বাচনী প্রচারে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী মোদী। বাংলায় তাঁর উপস্থিতির মধ্যে অভিষেক যেভাবে গেরুয়া শিবিরের একজন সাংসদকে তৃণমূলে যোগদান করালেন, ভোটের মুখে তা অনেকের মতেই ‘মাস্টারস্ট্রোক’।
বস্তুত, ২৫ মে ঝাডগ্রাম লোকসভা আসনে ভোট। ভোটের মুখে কুনারের দল বদল বিজেপির বিড়ম্বনা কতখানি বাড়াল তা করে চর্চা শুরু হয়েছে। যদিও কুনারের দল বদল নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
অভিষেক এও বলেন, “‘যাঁরা কুড়মি আন্দোলন করছেন, তাঁদের মুখে কখনও ‘জয় শ্রীরাম’ স্লোগান থাকতে পারে না।’’
Be the first to comment