পাঁচিল টপকে বায়ুসেনার হিন্ডন বিমান ঘাঁটিতে ঢোকার চেষ্টা করছিল এক যুবক। সন্দেহভাজনকে থামাতে পায়ে গুলি করে নিরাপত্তারক্ষীরা। গাজিয়াবাদের ঘটনা। গুরুতর আহত ওই যুবক হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৯টা নাগাদ পাঁচিল টপকে বিমানঘাঁটিতে ঢোকার চেষ্টা করছিল ওই যুবক। বারবার বারণ করা সত্ত্বেও না শোনায় তাঁকে থামাতে পায়ে গুলি করেন নিরাপত্তারক্ষীরা। যুবককে গ্রেফতার করা হয়েছে। বায়ুসেনা ঘাঁটির হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে যুবকের নাম সুজিত। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা। বায়ুসেনা ও জেলা পুলিশের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। কী কারনে সে এমন কাজ করল তা জানার চেষ্টা চলছে। প্রসঙ্গত, ঘটনার কিছুক্ষণ আগেই নিরাপত্তা সংস্থাগুলি হিন্ডন বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার সতর্কতা জারি করেছিল। এই সতর্কবার্তার পর নিরাপত্তা জোরদার করা হয়।
Be the first to comment