আগাম জামিনের আবেদন নিয়ে এবার আদালতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বিধায়ক নওশাদ সিদ্দিকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুক্রবার। বুধবার নওশাদের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে নাম জড়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়কের। সেই ঘটনাতেই এবার আদালতে নওশাদ। মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানান তিনি। মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডোমকলের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার। বৃহস্পতবার দুপুরে ২২ নং মেট্রোলিটান ম্যাজস্ট্রেটের এজলাসে তিনি গোপন জবানবন্দি দেন। ওইদিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়।
এ নিয়ে অবশ্য নওশাদ সিদ্দিকির বক্তব্য ছিল, যদি কোনও অন্যায় হতো, তাহলে ওই তরুণী নিজেই থানায় যেতে পারতেন। সরাসরি অভিযোগ জানাতে পারতেন। কেন তিনি একজন তৃণমূল নেতার সঙ্গে থানায় গেলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন নওশাদ। তবে এরপর বেশি তিনি কিছু বলতে চাননি। থানা থেকে কোনও নোটিশ এলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা করবেন বলেও জানান। তাঁর জনপ্রিয়তার কারণে কোনও চক্রান্তের শিকার হচ্ছেন বলেও মনে করেন তিনি।
Be the first to comment