ভোট প্রচারে সেনাদের ছবি ব্যবহার করা যাবে না, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

Spread the love

ভোটপ্রচারে ব্যবহার করা হচ্ছে বীর সেনাদের ছবি ৷ উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের ছবি নিজেদের দলীয় ফেস্টুন বা প্ল্যকার্ডে ছাপিয়ে প্রচারে নামছেন অনেকেই ৷ আর এই কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার কড়া নির্দেশ দিলো নির্বাচন কমিশন ৷ কোন দল বা ব্যক্তি নিজদের ভোট প্রচারে সেনার ছবি একেবারেই ব্যবহার করতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে কমিশন ৷ ২০১৩ সালে ভোটপ্রচারে এই বিধিনিষেধ আরোপ করেছিল কমিশন ৷ সেই নিষেধাজ্ঞার কথাই দলগুলিকে আরও একবার মনে করিয়ে দেওয়া হলো।

উল্লেখ্য, বেশকিছু দল নিজেদের প্রচারে অভিনন্দন বর্তমানের ছবি ব্যবহার করতে শুরু করেছিল ৷ তার মধ্যে যেমন রয়েছে বিজেপি তেমনই দেখা গিয়েছে আম আদমি পার্টিকেও। উইং কমান্ডর অভিনন্দন এখন দেশবাসীর কাছে সম্ভবত সব থেকে বড় হিরো ৷ এই হিরোকে সামনে রেখেই নিজেদের ভোটপ্রচারে শান দিতে চাইছে রাজনৈতিক দলগুলি। আর এতেই আপত্তি জানায় নির্বাচন কমিশন।

সেনা দেশসেবার কাজে নিযুক্ত ৷ সেই সেন্টিমেন্ট কোনভাবেই  ভোটপ্রচারে কাজে লাগানো যাবে না, এমনটাই মত নির্বাচন কমিশনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*