মমতা ব্যানার্জী সাধু সন্ন্যাসীদের অপমান করছেন : প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :- রাজ্যে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হচ্ছে মেগা প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ মে পুরুলিয়ায় লোকসভা নির্বাচন। তার আগে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর প্রচারে এসেছেন মোদী। পুরুলিয়া বিধানসভার অন্তর্গত গ্যাঙাড়া হাইস্কুল সংলগ্ন মাঠে মোদীর জনসভার আয়োজন করা হয়েছে।

মোদী যেসব কেন্দ্রগুলিতে প্রচারে আসছেন সব কটি কেন্দ্রেই ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে। তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ, পুরুলিয়ার জ্যোতির্ময় মাহাতো, কাঁথির সৌমেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ও ঘাটালে হিরণ এই কেন্দ্রগুলিতে লোকসভা নির্বাচনে লড়বেন।

এদিন পুরুলিয়ার সভায় প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পাল্টা জবাব দিয়ে বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী ইস্কন, ভারত সেবাশ্রম সঙ্ঘ ও রামকৃষ্ণ মিশনকে হুমকি দিচ্ছেন। গোটা দুনিয়ায় তাঁদের ভক্তরা রয়েছেন। তাঁরা সেবার কাজ করে চলেছেন। কিন্তু বাংলার সরকার তাঁদের দিকে আঙুল তুলছে। তাদের নাম নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এত সাহস!” মোদীর কথায়, “নিজের ভোট ব্যাঙ্ককে খুশি করতে তৃণমূলের তোষণের রাজনীতিতে এত নিচে নেমে গেছে যে বাংলার লক্ষ লক্ষ মানুষের ভক্তি ও ভাবাবেগকে তারা পরোয়া করছে না”।

প্রধানমন্ত্রী আরও বলেন, “ভক্তিবেদান্ত প্রভুপাদ, স্বামী বিবেকানন্দ, প্রণবানন্দ মহারাজের অপমান এই দেশ সহ্য করবে না। যে সরকার এই বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটে সাজা দিন, যাতে আর ওরা সন্ত বা সাধুদের অপমান করতে না পারে”।

তিনি পুরুলিয়ায় বাসীকে উদ্দেশ্য করে বললেন, “ভোট চাইতে আসিনি, আশীর্বাদ চাইতে এসেছি।”

তৃণমুল ও ইন্ডিয়া জোটের বিরূদ্ধেও তোপ দেগেছেন তিনি। তিনি বলেছেন,” বিকশিত ভারতের জন্য আশীর্বাদ নিতে এসেছি। টিভি তে টাকার পাহাড় দেখেছেন? সেই টাকার পাহাড়ে তৃনমূল বসে আছে।দুর্নীতিবাজদের বিরূদ্ধে ৪ জুনের পর তীব্র একশন নেওয়া হবে। তোলাবাজি আর চুরি তৃণমুলের ধর্ম। তৃণমুলের জন্যে এখানে কোনও বিকাশ সম্ভব হচ্ছে না।”

তৃনমূল ও কংগ্রেস একই মুদ্রার এপিঠ -ওপিঠ। তিনি বলেছেন, “বাংলার মানুষ মনস্থির করে ফেলেছে, তৃনমূল কে সরাবে বলে মোদী গ্যারান্টী দিচ্ছে। দূর্নীতি করতে গিয়ে নিজেরা ধরা পড়েছে, আর গালিগালাজ দিয়েছে মোদী কে। শিক্ষা ক্ষেত্রেও চুরি, হাজারো যুবক কে পথে বসিয়েছে।”

সন্দেশ খালি নিয়েও মন্তব্য করতে ছাড়েননি তিনি। নতুন সরকার ক্ষমতায় এলে,দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেবে না। উপস্থিত জনগণ কে বলেছেন, আপনারা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলবেন, মোদী জি এসেছিলেন, আপনাদের রাম রাম বলেছেন। তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সভা শেষ করেন, জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম বলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*