মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে, আজ সন্ধ্যেয় শপথগ্রহণ

Spread the love

মহারাষ্ট্রের নতুন সরকার গড়তে চলেছে ‘শিবসেনা’। যে সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। তাঁর মন্ত্রিসভাকে সবরকম ভাবে সমর্থন করবে বিজেপি। ঘোষণা করলেন মহারাষ্ট্র বিজেপির দায়িত্বপ্রাপ্ত তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

এ যেন মহারাষ্ট্রের রাজনীতিতে মহাচমক। বছর তিনেক আগে এভাবেই সকলকে চমকে দিয়ে মধ্যরাতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশ। বৃহস্পতিবার শিণ্ডেকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করার আগের মুহূর্ত পর্যন্ত কেউ ভাবতে পারেননি সেদিনের থেকেও বড় চমক দেবেন আজ।

প্রথমে ১০ দিন পর মুম্বইয়ে পা রাখা শিণ্ডেকে নিয়ে বৈঠক। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো। প্রচারের আলোয় তখনও ফড়নবীশ। খবর রটে গিয়েছে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। রাজভবন থেকে ছবই প্রকাশিত হল। দেখা গেল রাজ্যপাল কোশিয়ারি নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছেন শিণ্ডে এবং ফড়নবীশকে। তখনও পর্যন্ত আসল চমকটা বাকি ছিল।

সাংবাদিক সম্মেলন শুরু করলেন ফড়নবীশ। পাশে শিণ্ডে। নতুন সরকার গঠনের কথা ঘোষণা করলেন ফড়নবীশ। চমক এবার। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে। ফড়নবীশের কথায়, হিন্দুত্বেরই জন্যই শিণ্ডেকে সমর্থন দেব আমরা। মহারাষ্ট্রকে নেতৃত্ব দেবেন শিণ্ডেই। শিবসেনা এবং বিজেপি হাতে হাত মিলিয়ে ২০১৯-এ ভোটে লড়াই করেছিল, কিন্তু যে সরকার গত ৩ বছর রাজ্যটাকে চালিয়েছে, তা দুর্নীতিগ্রস্ত। বাল ঠাকরের আদর্শ থেকে সরে গিয়েছে। উদ্ধবের একাধিক মন্ত্রী জেল খাটছেন। এই সরকার মানুষ চায়নি। মহারাষ্ট্রে সুষ্ঠুভাবে গড়ে তুলতে এবং দুর্নীতিমুক্ত সরকার গঠন করতেই আমরা শিণ্ডের পাশে থাকছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*