ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
রাজ্যে প্রথম দফা ভোটের আগে আজ কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে বৃহস্পতিবার নির্বাচনী জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙা কলেজ মাঠের এই সভায় একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।
চাও নেই, চিনিও নেই, চায়ের গুঁড়োও নেই। মোদীবাবু চাওয়ালা করে সবার চাকরি খেয়ে নিয়েছে। লোকে বলছে চৌকিদার ঝুটা হ্যায়। মমতা আরও বলেন মোদীবাবু বলছেন বাংলা আমার চাই? কেন? কৃষকরা কেন আত্মহত্যা করছে? বেকারদের চাকরি হয়নি কেন, বিজেপি জবাব দাও। নিজের নামে TV চ্যানেল তৈরি করেছে। এছাড়াও মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, চাওয়ালা এবার চৌকিদার সেজেছে। বাংলার সাথে পাহাড়ের ঝগড়া লাগিয়ে দিয়েছিলেন। মোদী তুমি মহম্মদ-বিন-তুঘলকের ঠাকুরদাদা। NRC -র নাম করে ২২ লাখ বাঙালি হিন্দু আর ২৩ লাখ মুসলমানের নাম বাদ দিয়েছে। বিজেপির লোকেরা সব নিজেরা খাবে। অন্যকে খেতে দেবে না। মা দুর্গার মতো ঘরের মেয়েরা তোমাদের অশুভ শক্তিকে বধ করবে। মোদীবাবুর তিনটি গুণ- লুট, দাঙ্গা, মানুষ খুন।
মমতা আরও বলেন, ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছে? ধাপ্পা দিয়ে ভোট নিয়েছে ৷ এখন আবার চৌকিদার সেজেছেন ৷ চা-ওয়ালা সেজে সব টাকা খেয়েছে ৷ প্রধানমন্ত্রীর কথায় সৌজন্য নেই ৷ মোদিবাবুর এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে ৷ বিজেপি ১২১ আসন পেলে তাদের ভাগ্য ৷ দেশবাসীকে ধোঁকা দেওয়া হয়েছে ৷ বিজেপি ক্ষমতায় এলে সর্বনাশ ৷ ব্যাঙ্কে রাখা টাকা ফেরত পাবেন না ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, এনআরসিকে হাতিয়ার করে বিপজ্জনক পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। অসমে এনআরসিতে দুই সম্প্রদায়ই সমান ভুক্তভোগী। তা মনে করিয়েই বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর। মমতা বলেন, বাংলায় এনআরসি করতে দেব না ৷ এনআরসিতে ২২ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ ৷ ২৩ লক্ষ বাঙালি মুসলিমের নাম বাদ ৷ গো-রক্ষার নামে মানুষ খুন করছে ৷ খুনের রাজনীতি করছে বিজেপি ৷ মানুষে-মানুষে বিভেদ তৈরির চেষ্টা ৷
দেখুন এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?
Be the first to comment