মুখ্যমন্ত্রীর প্রথম রোড শো কাঁথি শহরে

Spread the love

রোজদিন ডেস্ক :- আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কপ্টার নামবে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে। তৃণমূল সূত্রে খবর, তার পর তিনি জুনপুট মোড়ে গিয়ে মিছিলে যোগ দেবেন। দুপুর ৩টে থেকে প্রায় ৪৫ মিনিটের মমতার রোড-শো পোস্ট অফিস মোড় থেকে চৌরঙ্গি হয়ে রূপশ্রী বাইপাসের দিকে এগিয়ে চলছে। সেখান থেকে মেচেদা বাইপাস ধরে দিঘাগামী সড়কে কিছুটা এগিয়ে মিছিল শেষ হবে।
রোড-শো নিয়ে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষকান্তি পান্ডা বলেন, “কাঁথি শহরে প্রথম বার রোড-শোয়ে যোগ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শহরের প্রধান রাস্তা জুড়ে তাঁর মিছিল হবে।’’
মুখ্যমন্ত্রীর এই মিছিলে হাজির থাকবেন ৯৮টি গ্রাম পঞ্চায়েত এবং একটি পুরসভার সমস্ত স্তরের মানুষ। যদিও মিছিলের রুট থেকে বাদ থাকবে শান্তিকুঞ্জের সামনের রাস্তা এবং অলিগলি।
এর আগে বাংলার কোনও মুখ্যমন্ত্রী কাঁথিতে এমন রোড-শোয়ে অংশ নিয়েছেন কি না, মনে করতে পারছেন না কেউই। পূর্ব মেদিনীপুর কাঁথি আসন তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। এই আসন থেকে এতদিন সাংসদ ছিলেন তৃণমূলের শিশির অধিকারী। যদিও বিরোধী দলনেতার বাবার সঙ্গে তৃণমূলের সম্পর্ক রাজনৈতিক ভাবে শেষ।
এবার কাঁথি আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তাঁর সমর্থনে আজ, বৃহস্পতিবার মিছিলে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*