কেন্দ্রীয় বিদেশমন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে বিশ্বশান্তি সম্মেলনে যোগ দেওয়া থেকে আটকাতে চাইলেও শেষ পর্যন্ত কেন্দ্রের এই প্রচেষ্টা সফল হচ্ছে না কারণ সশরীরে রোমে হাজির হতে না পারলেও বক্তব্য রাখবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া আটকানো গেলেও রোমে বক্তব্য রাখা আটকাতে পারছে না কেন্দ্রীয় সরকার।
ইতালিতে পা না রেখেই বাংলার অগ্নিকন্যাকে দেখা যাবে কলকাতা থেকেই ওই শান্তি সম্মেলনে নিজের বক্তব্য রাখতে। সন্দেহ নেই, যদি মমতা এই বক্তব্য রাখতে পারেন তাহলে আন্তর্জাতিক মঞ্চে তাঁর ভাবমূর্তি তো উজ্জ্বল হবেই, সেই সঙ্গে মুখ পুড়বে মোদীর। কারণ তাঁর সরকারই মমতার রোম সফর আটকে দিয়েছে।
আগামী নভেম্বর মাসে ইতালির রাজধানী রোমে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে হওয়া শান্তি সম্মেলনে আমন্ত্রিত হন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শনিবার বিদেশমন্ত্রক এক লাইনের এক চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় যে, বাংলার মুখ্যমন্ত্রীর এই সম্মেলনে যোগ দেওয়া সমীচিন হবে না। তবে এমনও হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অনলাইনে বক্তব্য না রেখে বিশ্বশান্তি সম্মেলনের উদ্যোক্তাদের কাছে তাঁর লিখিত ভাষণ পাঠাতে পারেন। কিন্তু ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিলে যে প্রচার পাওয়া যাবে তা লিখিত ভাষণের ক্ষেত্রে কোনও ভাবেই পাওয়া যাবে না। সে কারণেই এই ভার্চুয়াল বক্তব্য রাখার পক্ষে তৃণমূল সুপ্রিমো।
শেষ পর্যন্ত যাই হোক, ভার্চুয়ালি ইতালির এই সভায় বক্তব্য রাখতে পারলে যে শেষমেষ মোদী সরকারের মুখ পুড়বে তাতে কোনও সন্দেহ নেই। আর সে কারণেই মমতার এই অনুষ্ঠান ঘিরে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।
Be the first to comment