রাজ্যে তৃতীয় দফা ভোট পর্বের আগেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার প্রচুর পরিমাণ বোমা

Spread the love

রোজদিন ডেস্ক :- রাজ্যের দুই দফা ভোট পর্বের পর তৃতীয় দফা এর প্রস্তুতি চলছে। আগামী ৭ ই মে মুর্শিদাবাদে ভোট। তার আগে শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলে প্রচুর বোমা উদ্ধার হয়। যাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।
গোপন সূত্রের খবর পেয়ে এদিন তল্লাশি অভিযানে নামে পুলিশ। তাতেই সামনে আসে বোমা কাণ্ড। চাষের ক্ষেত থেকে শ্মশান, কোথাও ব্যাগ, কোথাও বা বালতি ভর্তি বোমা!
ইতিমধ্যে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকে। এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এখন গ্রামবাসীরা। নির্বাচনের আগে কে বা কারা এত বোমা মজুত করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।এখন এই ঘটনা কে কেন্দ্র করে শাসক-বিরোধী দল উভয়েই পরস্পরকে দোষারোপ করছে। মনে করা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করেই বোমার আমদানি করা হয়েছিল।
এদিন সকালে জলঙ্গি থানার সাদিখান অঞ্চলের ইনাতপুর ভাটাপাড়ায় কাঁঠাল বাগান থেকেও প্রচুর বোমা উদ্ধার করেছে পুলিশ।

৭ ই মে রাজ্যে তৃতীয় দফায় ভোট রয়েছে চারটি আসনে। এগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। এর মধ্যে ভোট ঘোষণার পর থেকে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় গন্ডগোল হয়েছে। যে কারণে মুর্শিদাবাদ নিয়ে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন।
শুধু তাই নয়, তৃতীয় দফা ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনীও থাকবে এই মুর্শিদাবাদে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*