রাহুলের সঙ্গে অভিষেকের তুলনা করা ঠিক নাঃ সুস্মিতা দেব

Spread the love

তিনি নিঃশর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে দায়িত্ব দেবেন, তা-ই তিনি মাথা পেতে নেবেন ৷ সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন সদ্য কংগ্রেস ত্যাগী শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ৷ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নিয়ে তাঁর কোনও সমস্যা নেই বলেও দাবি করেছেন তিনি ৷

সোমবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছেদ করে তৃণমূলে যোগ দেন শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতির পদে থাকা সুস্মিতা দেব ৷ সোমবারই দুপুরে কলকাতায় এসে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে যান তিনি। সেই সময় অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। ডেরেকের উপস্থিতিতেই সুস্মিতা দেবকে তৃণমূলে যোগদান করান অভিষেক।

এরপর সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান অভিষেক। কংগ্রেস ছেড়ে ঘাস-ফুলের পতাকা হাতে তুলে নেওয়ার পর তাঁর অবস্থান ব্যাখ্য়া করতে তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন সুস্মিতা ৷ মঙ্গলবার সেই মতোই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, “আমি নিঃশর্তে তৃণমূলে যোগ দিয়েছি ৷ আমার মনে হয় না, তৃণমূলে যোগ দিয়ে আমি আমার আদর্শের সঙ্গে সমঝোতা করেছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দেবেন, আমি তা মাথা পেতে নেব ৷”

২০১৪ সালে শিলচরের সাংসদ হয়েছিলেন সুস্মিতা দেব । তবে সাম্প্রতিককালে দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছিল বলে মত রাজনৈতিক মহলের । যে কারণে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে সুস্মিতা তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷ বাস্তবেও তাই ঘটে। ত্রিপুরার পরে অসমেও মাটি শক্ত করার কাজে নামে তৃণমূল ।

সেই সূত্রে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবের তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ সন্তোষমোহন দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক ছিল ৷ কট্টর বামবিরোধী রাজনীতিক হিসেবে কাছাকাছে এসেছিলেন দু’জন ৷ সুস্মিতা দেবের তৃণমূলে অন্তর্ভুক্তি সেইদিক থেকেও উল্লেখযোগ্য ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*