রোজদিন ডেস্ক :- রাষ্ট্রপতি ভবনে মোদী মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হলো।
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি । মোদীর মন্ত্রিসভায় একে একে শপথ নিলেন রাজনাথ সিংহ, অমিত শাহ, নিতিন গডকড়ী, জেপি নাড্ডা , শিবরাজ সিংহ চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নিচ্ছেন আরও ৭১ জন মন্ত্রী । ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী । বাংলা থেকে মোদী মন্ত্রিসভায় ২ জন সাংসদ জায়গা পেলেন। নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি প্রতিমন্ত্রী বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর মোদীর তৃতীয় মন্ত্রিসভায় জায়গা পেলেন এবার।
একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বার কেন্দ্রে ফের সরকার গড়লেন মোদী। রবিবার তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলি যদিও নিজেদের দখলেই রেখেছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। তবে NDA শরিকরাও এবার মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।
Be the first to comment