রোজদিন ডেস্ক :- আজ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সভা করেন। সম্প্রতি রাজ্যপালের বিরূদ্ধে কু – প্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনের এক মহিলা কর্মী। পুলিশে অভিযোগ ও দায়ের করা হয়েছে। এবং প্রচার সভা থেকে সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” বাবারে! আমাকে আর রাজভবনে ডাকলে যাচ্ছি না, রাজভবনের দরকার হলে রাস্তায় বসে কথা বলে আসব!” এরপরেই বোসের নাম উল্লেখ না করে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন,” আপনার পাশে বসাও পাপ!”
এইদিন মাননীয়া মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন,” আপনাকে কে অধিকার দিয়েছে মেয়েদের অত্যাচার করার?”তিনি আরও বলেন,” মানণীয় রাজ্যপাল, আমার কি দোষ বলুন। আমি তো জানিই না কিছু। অথচ আপনি বলছেন, দিদিগিরি চলবে না। আপনার তো পদত্যাগ করা উচিত।”
মঞ্চে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন সভায় উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের , তাঁদের কাছে জানতে চেয়েছেন,” কালকে নাকি প্রেসকে ডেকেছিল। এডিট করে ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়।”
মুখ্যমন্ত্রী এও বলেন,”যেটা এডিট করেছে সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বের হয়নি। আর একটা ভিডিও পেলাম। যা কীর্তিকলাপ! ভাবতেও লজ্জা লাগে!”
নিজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উড়িয়ে , সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখানোর ব্যবস্থা করেন রাজ্যপাল বোস। এর প্রেক্ষিতেই তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্ন তুলেছেন, ” সাহস থাকলে চেম্বারের ফুটেজ দেখান। বাইরের ফুটেজ দেখিয়ে কি হবে?”
সাংবিধানিক সুরক্ষার আছিলায় রাজ্যপালের নারী নির্যাতন বাংলা বরদাস্ত করবে না বলে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্য মন্ত্রীও বার্তা দিলেন, এমন রাজ্যপালের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত।
Be the first to comment