রোজদিন ডেস্ক :-
অবশেষে আলোচনায় বসতে নবান্নে যেতে পারেন জুনিয়র চিকিৎসকরা।
বুধবার দুপুরে নবান্ন থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাছে বার্তা আসে এদিন সন্ধ্যা ৬টার মধ্যে ১২ থেকে ১৫ জনের প্রতিনিধি দল নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার জন্য। এরপরই জুনিয়র চিকিৎসকরা শুরু করেন গভর্নিং বডির বৈঠক। প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে সেই বৈঠক।
যদিও সূত্রের খবর, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। যদিও প্রতিনিধি দলের সেই সংখ্যাটা কত হবে তা নিয়ে চলছে বৈঠক। নবান্ন থেকে বলা হয় ১২ থেকে ১৫ জনের প্রতিনিধি দলের কথা। কিন্তু সূত্রের খবর চিকিৎসকরা চাইছেন ২০ থেকে ২৫ জনের প্রতিনিধি দল। পাশাপাশি, স্বাস্থ্য সচিব এবং কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতেই অনড় থাকছেন তাঁরা।
সূত্রের খবর, চিকিৎসকদের দাবি যদি রাজ্য মেনে নেয় তাহলেই তারা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ তুলে নেবেন। কিন্তু যেমন রাজ্যের বিভিন্ন হাসপাতালে যে অবস্থান বিক্ষোভ চলছে তা চলবেই বলে জানা যাচ্ছে। আর অন্যদিকে, সরকার যদি তাদের দাবি না মানে তাহলে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে যেমন অবস্থান বিক্ষোভ চলছে তাই চলবে।
Be the first to comment