চিরন্তন ব্যানার্জি :- ১৯৬৬ সালে ইন্দিরা গান্ধীর সরকার এক নিষেধাজ্ঞা জারি করেছিলো যে, যারা সরকারি চাকরি করেন তারা আরএসএস করতে পারবেন না। এবার নরেন্দ্র মোদীর সরকার সেটি প্রত্যাহার করে নিয়েছে। এই খবর জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। প্রসঙ্গত, আাগামী বছর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শতবর্ষ। সেই কারণেই সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ভারতীয় মজদুর সঙ্ঘ ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছিল যে সরকার যেন এই বিষয়টি নিয়ে ফের বিবেচনা করে। সেই সময় তারা কেশুভাই পটেল পরিচালিত বিজেপি সরকারের কথাও উল্লেখ করেছিলো। এনিয়ে ২০১৮ সালের অক্টোবর মাসে কনফেডারেশনের তরফে মোদীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই সময় কনফেডারেশনের সাধারণ সম্পাদক সাধু সিং জানিয়েছিলেন, আরএসএস একটি সামাজিক সংগঠন। অনেক সরকারি কর্মী সামাজিক কাজে অংশ নিতে চান। কিন্তু এই নিষিদ্ধকরণের জেরে , বিভাগীয় শাস্তি হতে পারে এই আশঙ্কায় তাঁরা দেশ তৈরির মতো একটা মহান কাজে অংশ নিতে পারছেন না। তাই সংশ্লিষ্ট মন্ত্রক যেনো আগের সরকারি নির্দেশ প্রত্যাহার করে নেয়। কারণ সরকারি চাকরিজীবীরাও চান যাতে তাঁরাও দেশ তৈরির কাজে অংশ নিতে পারেন। এরপরই মোদী সরকার সেই নির্দেশ তুলে নিয়েছে। প্রসঙ্গত, এতদিন নিষেধাজ্ঞা থাকায়, ইচ্ছে থাকলেও এই হিন্দু জাতিয়তাবাদী সংগঠনটির সদস্য হতে পারতেন না সরকারি কর্মচারীরা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের এক বিচারপতি অবসরের দিন জানান, চাকরিতে যোগ দেওয়ায় আগে তিনি আরএসএস করতেন। এখন আবার ওই সংগঠনের সঙ্গে যুক্ত হবেন।
Be the first to comment