স্বাস্থ্য দফতরেই চাকরি করবেন ডান হাতের কবজি হারানো রেণু খাতুন। নার্স পদেই থাকবেন তিনি। একই থাকবে গ্রেড এবং পে স্কেল। তবে নার্স পদে থাকলেও কাজের ধরন হবে আলাদা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, রেণুর চাকরি স্বাস্থ্য দফতরই থাকবে। ইতিমধ্যে তাঁর নিয়োগপত্র পৌঁছে দেওয়া হয়েছে। দ্রুত সুস্থ হয়ে চাকরিতে যোগ দিক রেণু।
গত শনিবার সরকারি চাকরি পাওয়ার অপরাধে রেণুর ডান হাত কাঁচি দিয়ে কেটে দিয়েছিল তাঁর স্বামী। কেতুগ্রামের সেই ঘটনার পর সোমবার অভিযুক্ত স্বামী শরিফুল শেখকে গ্রেফতার করেছে পুলিস। চাকরি নিশ্চয়তার পাশাপাশি বুধবার মমতা জানান, রেণুর কেটে যাওয়া ডান হাত কৃত্রিমভাবে করে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। আপাতত বছর ২৩-এর এই তরুণীর চিকিৎসা করতে যে টাকা খরচ হয়েছে তাও রাজ্য প্রশাসন পূরণ করার চেষ্টা করবে। মমতার কথায়, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য কর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।
এর আগে রেণুর সঙ্গে দেখা করেছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর কাছে রেণুর আকুতি ছিল নার্সের চাকরিটা যেন তিনি পান। সেই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী জানান, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। উনি গোটা বিষয়টি জানিয়েছেন। রেণু ডান হাত হারিয়েছেন। কিন্তু বা হাত আছে। বা হাতে বসে কাজ করতে পারবে এমন কোনও কাজ যাতে তাঁর যোগ্যতা অনুযায়ী পেতে পারে সেই পদক্ষেপ করবে রাজ্য। সেই অনুযায়ী নার্স পদেই চাকরি করবেন রেণু। তবে তাঁর কাজ হবে একটু আলাদা। সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফে।
Be the first to comment