হাত ছাড়ল আপ..

Spread the love

রোজদিন ডেস্ক :-  দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি (আপ), কোনও জোটে যাবে না, রবিবার এমনই ঘোষণা করলেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর এই ঘোষণা ইন্ডিয়া জোটের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। কিন্তু একটি আসনও জিততে পারেনি তারা। তাই এবার বিধানসভা ভোটে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ।

প্রসঙ্গত, আগামী বছরের শুরুতে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফেব্রুয়ারির আগেই ভোট হতে পারে বলে খবর। এদিন একটি সাংবাদিক বৈঠকে কেজরিওয়ালকে বিধানসভা নির্বাচনে দলের অবস্থান নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, ‘দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনও জোটে থাকবে না। একা লড়াই করবে।’
লোকসভায় কংগ্রেসের সঙ্গে হাত মেলালেও লাভ হয়নি আপের। উলটে ভরাডুবি হয়েছে দিল্লিতে। সবগুলি আসনে জয়ী হয় বিজেপি। সেকারণে সতর্ক রয়েছেন আপ সুপ্রিমো। সবদিক বিবেচনা করে বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কেজরি। তবে তাঁর ঘোষণায় ধাক্কা খেল কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট।
এদিকে, শনিবার দিল্লিতে পদযাত্রার সময় কেজরিওয়ালকে লক্ষ্য করে তরল পদার্থ ছোড়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের দাবি, জল ছোড়া হয়েছে কেজরির দিকে। তবে আপের অভিযোগ, অ্যাসিড ছুড়ে আপ প্রধানকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে আপ-বিজেপি তর্জা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*