হুগলিতে রচনার সমর্থনে জোড়া সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক :- বিগত ১ মাসের ওপরে তীব্র তাপপ্রবাহের মাঝেও হেলিকপ্টারে করে নির্বাচনী প্রচার সেরেছেন মুখ্যমন্ত্রী । এর আগে বীরভূমের সভা থেকে হেলিকপ্টার দেখিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, “ওটা হেলিকপ্টার তো নয়, যেন হিট চেম্বার!”
যদিও এখন গত কদিন ধরে আবহাওয়া বদল হয়েছে। তীব্র তাপ প্রবাহের পরিবর্তে বঙ্গজুড়ে ঝড়-জলের দাপট শুরু হয়েছে। মঙ্গলবারের আগে পরিস্থিতি খুব একটা যে বদলাতে পারে তার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে নির্বাচনী প্রচারও করতে হবে সমান তালে।

আজ শনিবার দুপুরে হুগলির সপ্তগ্রামে দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজেই জানালেন একথা।

তৃণমূল নেত্রীর কথায়, “কলকাতায় এত ঝড়-জলের তাণ্ডব চলছিল যে আমরা এক ঘণ্টা আগেই বেরিয়ে পড়তে বাধ্য হয়েছি। এই দুটো তিনটে দিন ওয়েদার এমন থাকবে যে পরের সভাটা আগে গিয়ে পৌঁছলাম বা আগেরটা পরে গিয়ে পৌঁছলাম। এরকম হতে পারে, কিন্তু কিছু করার নেই। ২-৩টে দিন এভাবেই চলতে হবে।”

তবে সভায় পৌঁছে রীতিমতো সময় ধরে বক্তৃতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত মানুষকজনকে শুরুতেই বলেছেন, “বেশিক্ষণ থাকতে পারব না। আবার ঝড় জল নামবে। আপনাদেরও তো বাড়ি ফিরতে হবে।”

সভা শেষে মমতাকে বলতে শোনা গেল, “দেখেছেন কি টাইমিং! হাতে আর ৫ মিনিট আছে। ১ মিনিট যেতে সময় লাগবে মঞ্চ থেকে হেলিকপ্টারএর দিকে। ইন্দ্রনীল ৩ মিনিটে শেষ করো!” খানিক থেমে আবারও বলেন, “কী করব! ওয়েদারের জন্য সময় ধরে চলতে হচ্ছে”।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*