রোজদিন ডেস্ক:-
বাংলাদেশের ইলিশ এল হাওড়ায়। শুক্রবার সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এই রুপোলি চকচকে ইলিশ।
পুজোর আগে বাজারে পদ্মার ইলিশ ঢোকায় খুশি বিক্রেতারা। শুক্রবার থেকেই কলকাতার সমস্ত বাজারে ইলিশ পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। তবে এই মাছের দাম কতটা মধ্যবিত্তের নাগালের মধ্যে, তা নিয়ে সংশয়ে আছে। মোট ১০ মেট্রিক টন ইলিশ এসেছে হাওড়ায়। শুক্রবারের মধ্যেই জেলার জেলায় সমস্ত বাজারে মাছ পৌঁছে যাবে বলে জানিয়েছেন তাঁরা।
শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ টাকার হাকাচ্ছে ইলিশের দাম। তবে জোগান এবং চাহিদার উপরে এই দাম ওঠা নামা করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪০ মেট্রিক টন ইলিশ এসেছে। পাইকারি বাজারেই ইলিশের দাম কেজি প্রতি ১৭০০ টাকা হয়ে যাচ্ছে। খুচরো বাজারে দাম আরও বাড়বে।
তবে মনে করা হচ্ছে যোগান বাড়লে ইলিশের দাম ও কমবে এবং পুজোয় মধ্যবিত্তের ঘরেও ইলিশ পরবে পাতে।
Be the first to comment