নন্দীগ্রামে গিয়ে কেঁদে ফেললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাংলায় ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে শনিবার নন্দীগ্রামে যান রাজ্যপাল। সেখানে আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। তাঁদের অভাব অভিযোগ শোনেন ধনখড়। এমন সময়ই তাঁদের সামনেই কেঁদে ফেলেন রাজ্যপাল।
প্রসঙ্গত, ২০০৭ সালের পর নন্দীগ্রাম পরিদর্শন করলেন বাংলার কোনও রাজ্যপাল। গত প্রায় এক সপ্তাহ আগে নন্দীগ্রাম পরিদর্শন করেছেনকেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল। শনিবার নন্দীগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নন্দীগ্রামে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। জগদীপ ধনখড় বলেন, ‘একদল মানুষ আক্রান্ত হচ্ছেন। আরেকদল বেপরোয়া। পুলিশ প্রশাসনের কোনও ভয়ডর নেই। সময় হয়ে এসেছে মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নিক।’ তাঁর আরও সংযোজন, ‘মানুষ কোভিড পরিস্থিতিতে অসহায়। হাত জোর করে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি। মানুষের দুঃখ বুঝুন।’
Be the first to comment