মহকুমা ধূপগুড়ি! উচ্ছ্বসিত হয়ে এক্স বার্তা মমতা-অভিষেকের

Spread the love

আইনি জট কাটিয়ে অবশেষে মহকুমা হল ধূপগুড়ি। এই খবর মুখ্যমন্ত্রী নিজেই জানালেন সাংবাদিকদের। ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে মিটল। গত বছর সেপ্টেম্বর মাসে ধূপগুড়ির উপনির্বাচনে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,’আমি কথা দিচ্ছি ধূপগুড়ি মহকুমা হবে। আমি কথা দিলে কথা রাখি।’ সেই উপনির্বাচনে বিজেপি থেকে আসন ছিনিয়ে নিয়ে যেতে তৃণমূল। চার হাজারেরও বেশি ভোটে জেতেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্যোগী ছিলেন ধূপগুড়িকে মহকুমা করতে। গত বিধানসভা ভোটে প্রচারেও মুখ্যমন্ত্রী এ নিয়ে আশ্বাস দিয়েছিলেন। উপনির্বাচনের আগে ফের ধূপগুড়িকে মহাকুমা করার দাবি ওঠে। উপনির্বাচনের ইস্তাহারেও ধুপগুড়িকে মহকুমা করার আশ্বাস ছিল। এবার সেই আশ্বাসপূরণ করল তৃণমূল সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এনিয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে ফোন করেন। তারপর বিষয়টি নিয়ে জট কাটে। এদিকে শুক্রবার খুশির খবর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের পর সংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, এবার থেকে ধূপগুড়ি পৃথক মহকুমা হল। এ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রীর এই বার্তায় খুশির ছোঁয়া ধূপগুড়িবাসীদের মধ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*