রোজদিন ডেস্ক, কলকাতা:- গোয়ালপখোরের পাঞ্জিপারায় পুলিশকে লক্ষ্য করে গুলি। ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে যাওয়ার সময় শুট আউট। গুলিবিদ্ধ ২ পুলিশ কর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যে নাগাদ উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার থানার অধীন ইকরচলা কালিবাড়ি এলাকায় রায়গঞ্জ থানার পুলিশ আসামী নিয়ে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় আসামী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হন। মোট তিন রাউন্ড গুলি লেগেছে দুই পুলিশ কর্মীর। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ইসলামপুর মহকুমা হাসপাতালে।
ঘটনার বিবরণে জানা যায়, এদিন ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল দুই আসামীকে। যারা এক অপরাধের মামলায় যুক্ত ছিলেন। আদালতে শুনানি শেষ হতেই দু’জনকে নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জের দিকে। যখন গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের ভ্যান পৌঁছায়, সেই সময়ে মাঝ রাস্তায় আসামি বাথরুমে যেতে চেয়েছিল। তাই পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি থেকে পুলিশ নামতেই তাঁদের ওপর হামলা হয়। দুই পুলিশকর্মীর মধ্যে একজনের দুটি গুলি লেগেছে, অন্যজনের একটি। আর এই ঘটনায় সাজ্জাদ আলম বলে এক আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে। এই গুলি বর্ষণে আহত হন নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য নামে দুই পুলিশ কর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
Be the first to comment