একদিকে পুরভোট অন্যদিকে করোনা; কি বলছে স্বাস্থ্য মন্ত্রক!
রবিবার কলকাতায় পুরভোট। কিন্তু করোনা সংক্রমণের নিরিখে দেশের যে ১৯টি জেলা কেন্দ্রের ‘উদ্বেগজনক’ তালিকায় রয়েছে, কলকাতা তার মধ্যে অন্যতম। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ওমিক্রন স্ট্রেনের সংক্রমণ ধরা পড়েছে। সংশ্লিষ্ট রোগী বালকটি সুস্থ হয়ে গেলেও পুরভোটের কারণে কলকাতায় […]