‘জিতেন্দ্র তিওয়ারির ট্যুইট ঘিরে আবারও জল্পনা ‘তবে কি আবারও সুর বদল!
আসন্ন একুশের নির্বাচনের মুখে রোজই দলবদলের জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতক মহলে।সেই জল্পনা আবারও বাড়িয়ে দিলেন এবার আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের গোড়ায় জিতেন্দ্র তিওয়ারির তৃণমূল ত্যাগ কার্যত স্থির হয়ে […]