শিশিরদার সঙ্গে কথা হবে, দল সিদ্ধান্ত নেবেঃ মুকুল রায়
শিশিরদা প্রবীণ রাজনীতিবিদ ৷ তাঁর সঙ্গে এমনটা না হলেই ভালো হত ৷ দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারীর অপসারণ প্রসঙ্গে মঙ্গলবার একথাই বললেন মুকুল রায় ৷ মঙ্গলবার মুকুল রায় বলেন, “তৃণমূল পিসি-ভাইপোর দল […]