শোভন গ্রেফতার হোক, সামনাসামনি জেরায় বসতে চাইঃ কুনাল ঘোষ
মঙ্গলবার শোভন চট্টোপাধ্যায়কে আইকোর মামলায় গ্রেফতারির দাবি জানালেন কুণাল ঘোষ। তিনি বলেন, চিটফান্ড মামলা নিয়ে শোভন যখন প্রসঙ্গ তুলেইছেন তাহলে আইকোর প্রসঙ্গও সামেন আসুক। এরপরই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আইকোর কর্তা অনুকুলের ছবি তুলে ধরেন কুণাল […]