সোমবার সন্ধে সাড়ে ৮টা নাগাদ গুজরাটে আছড়ে পড়ে অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় তাউটে। সর্বোচ্চ ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সম্মুখীন হয় গুজরাট উপকূল। মধ্যরাতে কিছুটা শান্ত হয় তেজি তাউটে। গুজরাট আগেই উপকূলবর্তী এলাকা থেকে ১ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল।
তাউটে কমপক্ষে ২১টি প্রাণ কেড়ে নিয়েছে। তাউটের তাণ্ডবে মহারাষ্ট্রে ৬ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুম্বইয়ে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ১১৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল বিমান পরিষেবা। একাধিক অঞ্চল জলমগ্ন হয়েছিল বলেও জানা গিয়েছে।
কর্নাটকে তাউটের চোখরাঙানিতে ৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ জেলার ১২১টি গ্রাম। কেরলে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সে রাজ্যে ঘূর্ণিঝড়ের দাপটে ১,৫০০ বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়ছে বলে জানিয়েছেন পিনারাই বিজয়ন।
Be the first to comment