তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির জন্য ধর্মতলায় খুঁটিপুজো

Spread the love

প্রতি বছরের মতো এই বছরও একুশে জুলাইয়ের ঢাকে কাঠি পড়ে গেল ধর্মতলায়। করোনার কারণে গত দু’বছর ধর্মতলায় অনুষ্ঠিত হয়নি ২১ জুলাইয়ের কর্মসূচি। করোনাকাল কেটে যাওয়ায় এবার অবশ্য আবার পুরনো জায়গাতেই ফিরেছে তৃণমূল কংগ্রেসের শহিদ তর্পনের অনুষ্ঠান। তারই সূচনা হিসাবে বুধবার ধর্মতলায় খুঁটি পুজো হলো।

খুঁটি পুজো উপলক্ষে এদিন ধর্মতলায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক তাপস রায়, সাংসদ শান্তনু সেন প্রমুখ। সেখানেই সুব্রত বক্সি বলেন, একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য শহিদ তর্পণের দিন। এদিন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটার কার্ড ছাড়া ভোট নয়, এই দাবিতে আন্দোলন করতে গিয়ে হারিয়েছিলেন ১৩ জনকে। আমরা সেই শহিদদের সম্মান দিতে প্রত্যেক বছর ভিক্টোরিয়া হাউজের সামনে একুশে জুলাই পালন করি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এই দিনটিকে সফল করার জন্য জেলায় জেলায় প্রচার চলছে। আজ খুঁটি পুজোর পর থেকেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যাবে।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দু’বছর আমরা ভার্চুয়ালি দলনেত্রীর দিক নির্দেশ শুনেছি। এই বছর করোনা সংক্রমণ কম থাকায় আবার সমাবেশ করার সুযোগ এসেছে ৷ তার প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেল। বিভিন্ন জেলা থেকে রেকর্ড সংখ্যক মানুষ আসবে এবার একুশে জুলাইয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*