রোজদিন ডেস্ক,কলকাতা :- হেলিকপ্টার ভেঙে মৃত্যু উপকূলরক্ষী বাহিনীর ৩ জওয়ানের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গুজরাতের পোরবন্দর বিমানবন্দরে। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে।
পোরবন্দরের এসপি ভগীরথসিং জাদেজা জানিয়েছেন, উপকূলরক্ষী বাহিনীর অত্যাধুনিক অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) রুটিন মহড়া দিয়ে ফিরছিল হেলিকপ্টারটি। এরপর সেটি পোরবন্দর বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। বেলা ১২টা নাগাদ উপকূলরক্ষী বাহিনীর বিমানবন্দরের রানওয়েতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এরপরই ওই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
সঙ্গে সঙ্গে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে। চপারে থাকা তিন কর্মীকে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকে বের করে আনা হয়। প্রথমে তাঁদের চপার থেকে উদ্ধার করে পোরবন্দরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল। হেলিকপ্টারে থাকা তিনজনই গুরুতরভাবে জখম হয়েছিলেন। পরে তাঁদের সকলেরই প্রাণ যায়।
কমলা বাগ থানার ইনস্পেক্টর রাজেশ কানমাইয়া বলেন, “তাঁদের দু’জনের মৃত্যু হয়েছিল। সেই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। একজন বেঁচে ছিলেন। পরে হাসপাতালে তাঁরও মৃত্যু হয়।” তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।
VIDEO | A Coast Guard chopper crashed at Porbandar Airport killing three. More details are awaited.
(Source: Third party)
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRAShcC) pic.twitter.com/v7e4G7W1Yk
— Press Trust of India (@PTI_News) January 5, 2025
Be the first to comment