গঙ্গাসাগর মেলায় অসুস্থ ভিন্ন রাজ্যের ২ পুণ্যার্থী-সহ ৩ জনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হল কলকাতায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গঙ্গাসাগর মেলায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন ভিন্ন রাজ্যের দুই পুণ্যার্থী। পাশাপাশি ক্যানিংয়েরও এক বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার জন্য রবিবার তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হল কলকাতায়। বর্তমানে তাঁরা এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিহারের পটনা থেকে গঙ্গাসাগরে এসেছিলেন বাসন্তী কউর নামে ৫৫ বছরের এক প্রৌঢ়া। রবিবার সকাল ১১টা নাগাদ হঠাৎই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ চত্বরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসার জন্য অসুস্থ ওই প্রৌঢ়াকে নিয়ে আসা হয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের অস্থায়ী হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা। তখনই তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ওই প্রৌঢ়াকে নিয়ে আসা হয় কলকাতায়। কলকাতার এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
চিকিৎসক মহল সূত্রে খবর, গঙ্গাসাগর মেলা চত্বরে হঠাৎই হার্ট অ্যাটাক হয় ওই প্রৌঢ়ার। সেই কারণে তড়িঘড়ি জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন পটনার পুণ্যার্থী।
এছাড়াও রবিবার দুপুরে গঙ্গাসাগর মেলায় আসা উত্তরপ্রদেশের এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ মেলা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। তাঁর নাম ঠাকুর দাস। তাঁকেও তড়িঘড়ি জরুরি পরিষেবার মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়। পাশাপাশি ক্যানিংয়ের উত্তর তালদিঘির বাসিন্দা ৮৫ বছরের এক বৃদ্ধাকেও উড়িয়ে আনা হয় কলকাতায়। তিনি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকেও এমআর বাঙুর হাসপাতালে রেফার করা হয়।
এই বিষয়ে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের সব রকম সুবিধা দিতে প্রস্তুত জেলা প্রশাসন। জরুরি ক্ষেত্রে পুণ্যার্থীদের চিকিৎসা ব্যবস্থার সুবিধার্থে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সমিত গুপ্তা বলেন, “গঙ্গাসাগর মেলায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রতি বছর বিশেষ ব্যবস্থা করা হয়। যে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়েন, তাঁদেরকে দ্রুত স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয় প্রতি বছর। এ বছরও সেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা রয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*