চম্পাহাটিতে বাজি বিস্ফোরণে অগ্নিদগ্ধ এক মহিলা-সহ ৩ জন

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :- বাড়িতে মজুত রাখা বাজি থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি। ঝলসে গিয়েছেন এক মহিলা-সহ তিনজন। শনিবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সর্দার পাড়ায়।

এলাকাবাসীদের দাবি, স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সঙ্গে ঘটে অগ্নিকাণ্ড। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল-সহ শুভঙ্করি সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। তাঁদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতলে পাঠানো হয়।
বিস্ফোরণের শব্দে ছুটে আসেন ঘটনাস্থলে গ্রামবাসীরা। তাঁরাই আগুন নেভাতে তৎপর হন। পরে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বাজিতে। তারপরই তা ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে আগুন গ্রাস করে ফেলে বাড়িটিকে। প্রতক্ষ্যদর্শী তথা আরেক বাজি ব্যবসায়ী অলোক মণ্ডল জানান, এবছর তাঁদের বাজি বিক্রিতে লাভ হয়নি। কালীপুজোর সময়ে বিক্রি না-করতে পারা কিছু বাজি বাড়িতেই রেখে দিয়েছিল পিন্টু মণ্ডল।”
তিনি বলেন, “এদিন তাঁর স্ত্রী রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে যায়। সেখান থেকে আগুন লাগে ওই মজুত রাখা বাজিতে। আমরা বিস্ফোরণের আওয়াজ পেয়ে তড়িঘড়ি গিয়ে দেখি দগ্ধ হয়ে মাটিতে পড়ে রয়েছে পিন্টু, স্ত্রী ও ভক্তি। কোনওরকমে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে অবস্থা গুরুতর পিন্টু মণ্ডলের স্ত্রী শুভঙ্করি সর্দারের।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*