থানায় হানা দিয়ে ৩০ পুলিশকর্মীকে খুন করলো তালিবান জঙ্গির দল; পড়ুন!

Spread the love
গভীর রাতে থানায় হানা দিল তালিবান জঙ্গির দল। খুন করল ৩০ পুলিশকর্মীকে। আফগানিস্তানের পশ্চিমে ফারহা প্রদেশের ঘটনা। প্রাদেশিক পরিষদের সদস্য দাদউল্লা কয়ানি বৃহস্পতিবার জানিয়েছেন, বুধবার গভীর রাতে খাকি সফেদ বেগান নামে এক জেলার থানায় তালিবান হানা দেয় । চার ঘণ্টা ধরে তারা হামলা চালায় ।
কাবুলে আইনসভার সদস্য সামিউল্লা শামিম বলেন, জেলা পুলিশের কম্যান্ডার আবদুল জাভারও ওই আক্রমণে নিহত হয়েছেন। তালিবান থানা থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়েছে । পরে তালিবান এলাকার ওপরে ড্রোন হানা চালানো হয়েছিল। তাতে ১৭ জন তালিবান নিহত হয়েছে।
২০০১ সালে আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানার পরে জানা যায়, জঙ্গিদের মদত দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার । সেখানেই ঘাঁটি বানিয়ে আছেন আল কায়েদা নামে জঙ্গি সংগঠনের প্রধান ওসামা বিন লাদেন । এর পরে আমেরিকার নেতৃত্বে কয়েকটি দেশ আফগানিস্তানে অভিযান শুরু করে । তালিবান সরকার ক্ষমতাচ্যুত হয় । কিন্তু তাদের শেষ করা যায়নি। আফগানিস্তানের শহরগুলি থেকে তাদের তাড়ানো গিয়েছে বটে কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে তারা এখনও সক্রিয়। সেখানে তাদেরই শাসন চলে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*